Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্তবিশ্ববিদ্যালয় (বাউবি) এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বাউবিরজনপ্রিয়তার অন্যতম কারণ এ প্রতিষ্ঠানে বাংলাদেশী যে কোনো নাগরিক নামমাত্রফি দিয়ে শিক্ষার সুযোগ পায়। সরকার যখন শিক্ষার বিস্তারে বিভিন্ন কর্মসূচিগ্রহণ করেছে তখন জানা গেল, বাউবির এসএসসি প্রোগ্রামে ৩৪ ভাগ শিক্ষার্থীনতুন করে ঝরে পড়েছে। শিক্ষার মূল স্রোত থেকে শিক্ষার্থীদের বিচ্ছিন্ন হয়েপড়ার অন্যতম কারণ দারিদ্র্য। দেশে দারিদ্র্যের হার যত কমবে, শিক্ষার মূলস্রোত থেকে ঝরে পড়ার হারও কমবে। বাউবির ২০১২ সালে এসএসসি পরীক্ষায় পাসেরহার বিগত বছরের তুলনায় ১৫ ভাগ বেশি। এতে বোঝা যায়, যথাযথ উদ্যোগ নেয়া হলেবাউবির শতভাগ শিক্ষার্থী সাফল্যের সঙ্গে বিভিন্ন কোর্স সমাপ্ত করতে সক্ষমহবে। তবে পাসের হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানের দিকেওবিশেষ নজর দিতে হবে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বাউবির শিক্ষার্থীরাযেভাবে এগিয়ে যাচ্ছে, প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারা যে আরও ভালো ফলাফলউপহার দিতে সক্ষম, এটা সহজেই অনুমান করা যায়।